আজ সকালে রাজধানীতে নিজের বুকে গুলি করে আশরাফুজ্জামান রনি (২২) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ২৫ মে সকালে বনানীতে থেকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে তিনি চাকরিতে যোগ দেন। তার পুলিশ আইডি নম্বর- বিপি ০১২০২২৯২৬২, রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ’।
এ বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজধানীর বনানীর ১১ নম্বর চেকপোস্টের ওয়াশরুমে রনি নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করে।
এদিকে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মুন্তাহারুল ইসলাম জানান, রনি চেকপোস্টের বাথরুমে যাওয়ার পর অন্যরা ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান। পরে দরজা খুলে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন।
রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে তিনি চাকরিতে যোগ দেন। তার পুলিশ আইডি নম্বর- বিপি ০১২০২২৯২৬২, রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ’।
এ বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজধানীর বনানীর ১১ নম্বর চেকপোস্টের ওয়াশরুমে রনি নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করে।
এদিকে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মুন্তাহারুল ইসলাম জানান, রনি চেকপোস্টের বাথরুমে যাওয়ার পর অন্যরা ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান। পরে দরজা খুলে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন।