এবার চোখের সমস্যার কারণে ব্যাটিং ঠিকমতো করতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাটিং করলেও রান পাচ্ছেন না। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) রংপুর রাইডার্সের হয়ে পাঁচ ম্যাচের চার ম্যাচ খেলেছেন। তাতে দুই ম্যাচে তিনে এবং আটে নেমেছিলেন তিনি।
যদিও দুই ম্যাচে ২ রানের বেশি করতে পারেননি। ব্যর্থ হওয়ায় নিজেকে ফিরে পেতে এখন কঠিন পরিশ্রম করছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও অনুশীলনে সহায়তা করছেন তাকে। গতকাল শুক্রবার চট্টগ্রামকে হারিয়ে দারুণ জয় তুলে নেয় কুমিল্লা।
জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাকিবের ব্যাটিং নিয়ে সালাউদ্দিন কি কাজ করছেন? এমন প্রশ্নে তার জবাব ছিল,‘যদি সে (ব্যাট হাতে) ফিরতে না পারে তাহলে ক্রিকেটই খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি।’
যদিও সাকিব সম্পর্কে তেমন কিছুই জানালেন না কুমিল্লার এই কোচ, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। সবসময় আমাদের সমস্যা কী, সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না।’
এর আগে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, সাকিব ব্যাট হাতে ফেরার জন্য সবধরণের চেষ্টা করে যাচ্ছেন। বিপিএলের শেষ দিকে তাকে পুরোদমে ব্যাটিংয়ে দেখা যাবে বলেও জানান সোহান। শুক্রবার ফজলে মাহমুদ রাব্বিও গণমাধ্যমকে জানিয়েছেন, আজকের (শনিবার) ম্যাচে সাকিবের ব্যাটিং করার সম্ভাবনা আছে।
যদিও দুই ম্যাচে ২ রানের বেশি করতে পারেননি। ব্যর্থ হওয়ায় নিজেকে ফিরে পেতে এখন কঠিন পরিশ্রম করছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও অনুশীলনে সহায়তা করছেন তাকে। গতকাল শুক্রবার চট্টগ্রামকে হারিয়ে দারুণ জয় তুলে নেয় কুমিল্লা।
জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাকিবের ব্যাটিং নিয়ে সালাউদ্দিন কি কাজ করছেন? এমন প্রশ্নে তার জবাব ছিল,‘যদি সে (ব্যাট হাতে) ফিরতে না পারে তাহলে ক্রিকেটই খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি।’
যদিও সাকিব সম্পর্কে তেমন কিছুই জানালেন না কুমিল্লার এই কোচ, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। সবসময় আমাদের সমস্যা কী, সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না।’
এর আগে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, সাকিব ব্যাট হাতে ফেরার জন্য সবধরণের চেষ্টা করে যাচ্ছেন। বিপিএলের শেষ দিকে তাকে পুরোদমে ব্যাটিংয়ে দেখা যাবে বলেও জানান সোহান। শুক্রবার ফজলে মাহমুদ রাব্বিও গণমাধ্যমকে জানিয়েছেন, আজকের (শনিবার) ম্যাচে সাকিবের ব্যাটিং করার সম্ভাবনা আছে।