এবার দারুণ ব্যাটিংয়ে ইংল্যান্ডকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন ওলি পোপ। এমন সময় রান নিতে থাকা ইংলিশ ব্যাটারের পথ আটকে দিয়েছিলেন জসপ্রিত বুমরাহ। আচরণ বিধি ভঙ করায় শাস্তি হিসেবে এক ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে ভারতের এই পেসারকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
এ ঘটনাটি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮১তম ওভারের। বুমরাহর বলে অফ সাইডে পুশ করে রান নেয়ার জন্য দৌড় দিয়েছিলেন পোপ। এমন সময় ইচ্ছাকৃতভাবে ইংল্যান্ডের এই ব্যাটারের পথ আটকে দেন বুমরাহ। যার ফলে ভারতের এই পেসারের সঙ্গে ধাক্কা লাগে পোপের। রোহিত শর্মা এগিয়ে এসে তাদের দ্বন্দ্ব থামান।
এদিন ধাক্কা লাগার পর বুমরাহকে দুই হাত উঁচিয়ে নিজের দায় স্বীকার করে নেন। তারপরও শাস্তি পেতে হয়েছে ভারতের এই পেসারকে। আইসিসির আচরণ বিধির ২.১২ অনুচ্ছেদের অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার, স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি এমনকি আন্তর্জাতিক ম্যাচে কোনো দর্শকের সঙ্গে শারিরীক সংঘাতে জড়ালে তাকে শাস্তি পেতে হয়।
এমনটা হওয়ায় বুমরাহকে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। বুমরাহর বিপক্ষে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার পল রাইফেল এবং ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস এবং চতুর্থ আম্পায়ার রোহান পণ্ডিত। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে বুমরাহ দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।
এদিকে ২৪ মাসের মাঝে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন বুমরাহ। যার ফলে এখনই নিষিদ্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। এদিকে হায়দরাবাদে বল হাতে বেশ ভালো করেছেন বুমরাহ। প্রথম ইনিংসে ২ উইকেট নেয়া ডানহাতি এই পেসার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। যদিও শেষ পর্যন্ত জিততে পারেনি ভারত।
এ ঘটনাটি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮১তম ওভারের। বুমরাহর বলে অফ সাইডে পুশ করে রান নেয়ার জন্য দৌড় দিয়েছিলেন পোপ। এমন সময় ইচ্ছাকৃতভাবে ইংল্যান্ডের এই ব্যাটারের পথ আটকে দেন বুমরাহ। যার ফলে ভারতের এই পেসারের সঙ্গে ধাক্কা লাগে পোপের। রোহিত শর্মা এগিয়ে এসে তাদের দ্বন্দ্ব থামান।
এদিন ধাক্কা লাগার পর বুমরাহকে দুই হাত উঁচিয়ে নিজের দায় স্বীকার করে নেন। তারপরও শাস্তি পেতে হয়েছে ভারতের এই পেসারকে। আইসিসির আচরণ বিধির ২.১২ অনুচ্ছেদের অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার, স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি এমনকি আন্তর্জাতিক ম্যাচে কোনো দর্শকের সঙ্গে শারিরীক সংঘাতে জড়ালে তাকে শাস্তি পেতে হয়।
এমনটা হওয়ায় বুমরাহকে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। বুমরাহর বিপক্ষে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার পল রাইফেল এবং ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস এবং চতুর্থ আম্পায়ার রোহান পণ্ডিত। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে বুমরাহ দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।
এদিকে ২৪ মাসের মাঝে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন বুমরাহ। যার ফলে এখনই নিষিদ্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। এদিকে হায়দরাবাদে বল হাতে বেশ ভালো করেছেন বুমরাহ। প্রথম ইনিংসে ২ উইকেট নেয়া ডানহাতি এই পেসার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। যদিও শেষ পর্যন্ত জিততে পারেনি ভারত।