চলতি বিপিএলে একের পর এক বড় তারকাকে দলে নিয়ে চমকে দিচ্ছে রংপুর রাইডার্স। দলটির ডেরায় এবার যোগ হলো দক্ষিণ আফ্রিকান হার্ড হিটার ব্যাটার ফন ডার ডুসেন। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যঞ্চাইজিটি।
গতকাল রবিবার ২৮ জানুয়ারি রাতে এক বিবৃতির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে রংপুরের ফ্র্যাঞ্চাইজি। যদিও কবে থেকে তাকে পাওয়া যাবে এই বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে এসএ টোয়েন্টিতে ব্যস্ত সময় পার করছেন এই টপ অর্ডার ব্যাটার।
জানা গেছে, স্থানীয় সেই লিগ শেষ হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। এই আসর শেষ করে বিপিএলে যোগ দিতে পারেন ডুসেন। যার মানে বিপিএলের নকআউট পর্বে রংপুরের জার্সিতে দেখা যেতে পারে এই ব্যাটারকে।
এসএ টোয়েন্টিতে এখনও পর্যন্ত ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ডুসেন। এমআই কেপ টাউনের হয়ে ৭ ম্যাচ খেলে প্রায় ৩৩ গড়ে করেছেন ২৩১ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন ১৫৫ স্ট্রাইকরেটে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে আছেন তিনি।
এদিকে ডুসেন ছাড়াও রংপুরের হয়ে মাঠ মাতাচ্ছেন বাবর আজম, ব্রেন্ডন কিং ও আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো ক্রিকেটাররা। যারা চলতি আসরের রংপুরের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন। নিজেদের ব্যাটিং ভিতকে আরও মজবুত করতেই ডুসেনকে দলে নেওয়ার সিদ্ধান্ত রংপুরের।
গতকাল রবিবার ২৮ জানুয়ারি রাতে এক বিবৃতির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে রংপুরের ফ্র্যাঞ্চাইজি। যদিও কবে থেকে তাকে পাওয়া যাবে এই বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে এসএ টোয়েন্টিতে ব্যস্ত সময় পার করছেন এই টপ অর্ডার ব্যাটার।
জানা গেছে, স্থানীয় সেই লিগ শেষ হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। এই আসর শেষ করে বিপিএলে যোগ দিতে পারেন ডুসেন। যার মানে বিপিএলের নকআউট পর্বে রংপুরের জার্সিতে দেখা যেতে পারে এই ব্যাটারকে।
এসএ টোয়েন্টিতে এখনও পর্যন্ত ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ডুসেন। এমআই কেপ টাউনের হয়ে ৭ ম্যাচ খেলে প্রায় ৩৩ গড়ে করেছেন ২৩১ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন ১৫৫ স্ট্রাইকরেটে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে আছেন তিনি।
এদিকে ডুসেন ছাড়াও রংপুরের হয়ে মাঠ মাতাচ্ছেন বাবর আজম, ব্রেন্ডন কিং ও আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো ক্রিকেটাররা। যারা চলতি আসরের রংপুরের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন। নিজেদের ব্যাটিং ভিতকে আরও মজবুত করতেই ডুসেনকে দলে নেওয়ার সিদ্ধান্ত রংপুরের।