সবশেষ ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয়ের স্বাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এত বছর পর তরুণ পেসার শামার জোসেফের অবিশ্বাস্য বোলিংয়ে সেই বহুল প্রতীক্ষিত দিনের দেখা পেল ক্যারিবীয়রা। ব্রিসবেনের গ্যাবায় পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই যুগের আক্ষেপ ঘুচিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের এমন অকল্পনীয় জয় ছুঁয়ে গেছে ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের। রবিবার ২৮ জানুয়ারি ব্রিসবেনে ৬৮ রানে সাত উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে রুদ্ধশ্বাস এক জয় উপহার দেন জোসেফ। ২৭ বছর আগে যখন ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল অজিদের, তখনও জন্মই হয়নি জোসেফের।
সেই জোসেফই কি না এবার জয়ের নায়ক। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি যখন জেতে, ধারাভাষ্য কক্ষে ছিলেন কিংবদন্তি ব্রায়ান লারা। লারার সহধারাভাষ্যকার ইয়ান স্মিথ ও অ্যাডাম গিলক্রিস্ট।
তখন চিৎকার করে ইয়ান বলছিলেন, ‘২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল এক সময়ের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ। এমন ইতিহাস গড়া মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি লারা।’
এদিকে খুশিতে আত্মহারা লারার চোখ ছলছল করছিল। আবেগপ্রবন হয়ে তিনি বললেন, ‘এটা অবিশ্বাস্য, ২৭ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়াকে মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জয়। তারুণ্যনির্ভর একটি দল, যা করল তা নিসন্দেহে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন। এই দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন।’
এদিকে সাবেক কিংবদন্তি কার্ল হুপার তো বিশ্বাসই করতে পারছিলেন না। মাথায় হাত দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই সাবেক ক্রিকেটার। সাবেক ক্যারিবীয় তারকাদের পাশাপাশি বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরাও জোসেফদের প্রশংসায় ভাসাচ্ছেন।
ক্যারিবীয়দের এমন অকল্পনীয় জয় ছুঁয়ে গেছে ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের। রবিবার ২৮ জানুয়ারি ব্রিসবেনে ৬৮ রানে সাত উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে রুদ্ধশ্বাস এক জয় উপহার দেন জোসেফ। ২৭ বছর আগে যখন ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল অজিদের, তখনও জন্মই হয়নি জোসেফের।
সেই জোসেফই কি না এবার জয়ের নায়ক। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি যখন জেতে, ধারাভাষ্য কক্ষে ছিলেন কিংবদন্তি ব্রায়ান লারা। লারার সহধারাভাষ্যকার ইয়ান স্মিথ ও অ্যাডাম গিলক্রিস্ট।
তখন চিৎকার করে ইয়ান বলছিলেন, ‘২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল এক সময়ের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ। এমন ইতিহাস গড়া মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি লারা।’
এদিকে খুশিতে আত্মহারা লারার চোখ ছলছল করছিল। আবেগপ্রবন হয়ে তিনি বললেন, ‘এটা অবিশ্বাস্য, ২৭ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়াকে মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জয়। তারুণ্যনির্ভর একটি দল, যা করল তা নিসন্দেহে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন। এই দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন।’
এদিকে সাবেক কিংবদন্তি কার্ল হুপার তো বিশ্বাসই করতে পারছিলেন না। মাথায় হাত দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই সাবেক ক্রিকেটার। সাবেক ক্যারিবীয় তারকাদের পাশাপাশি বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরাও জোসেফদের প্রশংসায় ভাসাচ্ছেন।