আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ রবিবার ২৮ জানুয়ারি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৪ সুষ্ঠু, প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবছর এসএসসি ও সমমান পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লক্ষ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
আজ রবিবার ২৮ জানুয়ারি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৪ সুষ্ঠু, প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবছর এসএসসি ও সমমান পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লক্ষ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।