মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেফতার কক্সবাজারে হোটেল-মোটেল জোন থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৮ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের ৫টি হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোন কার্যালয়ে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের টার্গেট করে এক শ্রেণির প্রভাবশালী হোটেল মালিক বিভিন্ন এলাকা থেকে দালালদের মাধ্যমে নারী সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে। এমনকি অবৈধ ব্যবসার মাধ্যমে উক্ত নারীদের ফাঁদ বসিয়ে পর্যটকদের সর্বশান্ত করছে। এসব খবরে ট্যুরিস্ট পুলিশের একটি দল হোটেল-মোটেল জোনে অভিযান চালায়। এসময় ৭ জন নারী ও ১১ জন পুরুষকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান আপেল মাহমুদ।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোন কার্যালয়ে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের টার্গেট করে এক শ্রেণির প্রভাবশালী হোটেল মালিক বিভিন্ন এলাকা থেকে দালালদের মাধ্যমে নারী সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে। এমনকি অবৈধ ব্যবসার মাধ্যমে উক্ত নারীদের ফাঁদ বসিয়ে পর্যটকদের সর্বশান্ত করছে। এসব খবরে ট্যুরিস্ট পুলিশের একটি দল হোটেল-মোটেল জোনে অভিযান চালায়। এসময় ৭ জন নারী ও ১১ জন পুরুষকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান আপেল মাহমুদ।