ইবি প্রতিনিধি: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয় সেক্ষেত্রে ভর্তি কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মামুনুর রহমান।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ৩ দিনের মধ্যে এককভাবে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর করার বিষয়ে একমত হয়েছেন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে শিক্ষকরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।
এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিষয়ে একই সিদ্ধান্ত গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসি ও রাষ্ট্রপতির অভিপ্রায়ে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আবদুস সালাম বলেন, আমি কেবল বিষয়টি জানলাম। আসলে যা করতে হবে শিক্ষকদের নিয়েই করতে হবে। আমি বিষয়টি ক্লেয়ারভাবে জেনে পরবর্তী বিষয়ে জানাব।
উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ৮ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য), ৯ মার্চ ‘বি’ ইউনিট (মানবিক) এবং ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ৩ দিনের মধ্যে এককভাবে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর করার বিষয়ে একমত হয়েছেন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে শিক্ষকরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।
এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিষয়ে একই সিদ্ধান্ত গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসি ও রাষ্ট্রপতির অভিপ্রায়ে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আবদুস সালাম বলেন, আমি কেবল বিষয়টি জানলাম। আসলে যা করতে হবে শিক্ষকদের নিয়েই করতে হবে। আমি বিষয়টি ক্লেয়ারভাবে জেনে পরবর্তী বিষয়ে জানাব।
উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ৮ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য), ৯ মার্চ ‘বি’ ইউনিট (মানবিক) এবং ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।