ভারতের গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উল্টে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন শিক্ষক এবং বাকি ১৩ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভাদোদারার হারনি লেকে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, উল্টে যাওয়ার সময় নৌকাটিতে ৩৫ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল। গুজরাটের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
৩৫ জনের মধ্যে ১০ জনকে জীবিত এবং ১৫ জনকে মৃত উদ্ধার করায় এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে এখনও ব্যাপক তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাঁদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। উদ্ধারকারীদের আশঙ্কা নিখোঁজদের কয়েকজন হয়তো কাঁদায় আটকে গেছেন।
পিকনিক করতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গুজরাটের শিক্ষামন্ত্রী কুবের দিনদুর। তবে প্রাথমিক অবস্থায় তিনি ছয় শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়েছেন বলে জানিয়েছেন।
এদিকে এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভাদোদারার হারনি লেকে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, উল্টে যাওয়ার সময় নৌকাটিতে ৩৫ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল। গুজরাটের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
৩৫ জনের মধ্যে ১০ জনকে জীবিত এবং ১৫ জনকে মৃত উদ্ধার করায় এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে এখনও ব্যাপক তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাঁদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। উদ্ধারকারীদের আশঙ্কা নিখোঁজদের কয়েকজন হয়তো কাঁদায় আটকে গেছেন।
পিকনিক করতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গুজরাটের শিক্ষামন্ত্রী কুবের দিনদুর। তবে প্রাথমিক অবস্থায় তিনি ছয় শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়েছেন বলে জানিয়েছেন।
এদিকে এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।