জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেছেন, জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হওয়ার সংবাদটি ভুল ও তথ্য বিভ্রাট। সংসদে বিরোধী দল নয়, জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান।
খন্দকার দেলোয়ার জালালী বলেন, আমরা লক্ষ্য করেছি, বেশ কিছু গণমাধ্যম তাদের সংবাদে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হিসেবে উল্লেখ করেছেন। আসলে এটি ভুল ও তথ্য বিভ্রাট।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে জাতীয় পার্টির পার্লামেন্টারি নেতা নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। পার্লামেন্টারি পার্টির উপনেতা নির্বাচিত হয়েছেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
উল্লেখ্য, বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপের নাম ঘোষণা করার এখতিয়ার স্পিকারের।
খন্দকার দেলোয়ার জালালী বলেন, আমরা লক্ষ্য করেছি, বেশ কিছু গণমাধ্যম তাদের সংবাদে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হিসেবে উল্লেখ করেছেন। আসলে এটি ভুল ও তথ্য বিভ্রাট।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে জাতীয় পার্টির পার্লামেন্টারি নেতা নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। পার্লামেন্টারি পার্টির উপনেতা নির্বাচিত হয়েছেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
উল্লেখ্য, বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপের নাম ঘোষণা করার এখতিয়ার স্পিকারের।