স্বচ্ছ বাজারের সুবিধা আগামীকাল পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আগামী জুলাই মাস থেকে সিন্ডিকেট শব্দ আর ব্যবহার করা লাগবে না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ও চিনির আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত সভায় এসব মন্তব্য করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
আহসানুল ইসলাম টিটু বলেন, ‘স্বচ্ছ বাজারের সুবিধা কালকে থেকেই পাবেন, দেখবেন। আমাদের উদ্যোক্তাদের আমি বিশ্বাস করি। উনারা আজকে যে মেসেজ পাবে, কালকেই উনাদের সর্বোচ্চ চেষ্টাটা করবেন। কাজেই আপনারা এটার প্রতিফলন দেখতে পাবেন।’
‘বার্তা খুবই পরিষ্কার। আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করবো,’ বলেন টিটু।
এ সময় সিন্ডিকেট বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পহেলা জুলাই থেকে এই শব্দটা আপনাদের আর ব্যবহার করা লাগবে না।’
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে আমরা যেটা করবো, বাজারের সরবরাহটা নিশ্চিত করতে চাই, যেকোনো মূল্যে।
‘কেউ যেনো মজুতদারি করে বা সরবরাহে ঘাটতি সৃষ্টি করে বাজারটাকে অস্থিতিশীল করার চেষ্টা না করে,’ মন্তব্য করেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী মনে করেন, সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে, আর বাজারের মূল্য নির্ধারণ হবে স্বয়ংক্রিয়ভাবে। কারণ, বাজারে মূল্য কখনো জোর করে করা যায় না এবং কৃত্রিমভাবে তা ধরে রাখাও যায় না।
রোজার এখনো দুই মাস বাকি থাকায় সরবরাহে যেন কোনো ঘাটতি সৃষ্টি না হয় সেদিকে ব্যবসায়ীদের লক্ষ্য রাখার নির্দেশনা দেন তিনি।
টিটু আরো বলেন, স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলেই যৌক্তিক মূল্য আসবে।
এর আগে সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আয়োজিত দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে জানুয়ারি মাসের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
রেকর্ড উচ্চতায় উঠে একদিন পরেই নামলো স্বর্ণের দামরেকর্ড উচ্চতায় উঠে একদিন পরেই নামলো স্বর্ণের দাম
সেখানে তিনি বলেন, আসন্ন রমজান মাসে তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম না বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, পণ্যের অবৈধ মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট করা যাবে না। যারা বেশি মুনাফার লোভে অন্যায়ভাবে নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ও চিনির আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত সভায় এসব মন্তব্য করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
আহসানুল ইসলাম টিটু বলেন, ‘স্বচ্ছ বাজারের সুবিধা কালকে থেকেই পাবেন, দেখবেন। আমাদের উদ্যোক্তাদের আমি বিশ্বাস করি। উনারা আজকে যে মেসেজ পাবে, কালকেই উনাদের সর্বোচ্চ চেষ্টাটা করবেন। কাজেই আপনারা এটার প্রতিফলন দেখতে পাবেন।’
‘বার্তা খুবই পরিষ্কার। আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করবো,’ বলেন টিটু।
এ সময় সিন্ডিকেট বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পহেলা জুলাই থেকে এই শব্দটা আপনাদের আর ব্যবহার করা লাগবে না।’
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে আমরা যেটা করবো, বাজারের সরবরাহটা নিশ্চিত করতে চাই, যেকোনো মূল্যে।
‘কেউ যেনো মজুতদারি করে বা সরবরাহে ঘাটতি সৃষ্টি করে বাজারটাকে অস্থিতিশীল করার চেষ্টা না করে,’ মন্তব্য করেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী মনে করেন, সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে, আর বাজারের মূল্য নির্ধারণ হবে স্বয়ংক্রিয়ভাবে। কারণ, বাজারে মূল্য কখনো জোর করে করা যায় না এবং কৃত্রিমভাবে তা ধরে রাখাও যায় না।
রোজার এখনো দুই মাস বাকি থাকায় সরবরাহে যেন কোনো ঘাটতি সৃষ্টি না হয় সেদিকে ব্যবসায়ীদের লক্ষ্য রাখার নির্দেশনা দেন তিনি।
টিটু আরো বলেন, স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলেই যৌক্তিক মূল্য আসবে।
এর আগে সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আয়োজিত দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে জানুয়ারি মাসের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
রেকর্ড উচ্চতায় উঠে একদিন পরেই নামলো স্বর্ণের দামরেকর্ড উচ্চতায় উঠে একদিন পরেই নামলো স্বর্ণের দাম
সেখানে তিনি বলেন, আসন্ন রমজান মাসে তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম না বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, পণ্যের অবৈধ মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট করা যাবে না। যারা বেশি মুনাফার লোভে অন্যায়ভাবে নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।