আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার সময় তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জুয়া আইনে মামলায় তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের রবিউল ইসলামের ছেলে সোহাগ হোসেন (২৮) ও একই গ্রামের হেলাল সরদারের ছেলে ফেরদৌস (৩৫) এবং ঢেকড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ফিরোজ (৩৬)।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আছাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সান্তাহার ইউনিয়নের ছাতনি গ্রামের জনৈক মাসুদের পুকুরের পাড়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তিন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আছাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সান্তাহার ইউনিয়নের ছাতনি গ্রামের জনৈক মাসুদের পুকুরের পাড়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তিন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।