আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পরবর্তী আসরের জন্য সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। এলপিএলের তৃতীয় আসর মাঠে গড়ানোর কথা আগামী ৩১ জুলাই। টুর্নামেন্টের পর্দা নামার সম্ভাব্য তারিখ ২২ আগস্ট।
এবারই প্রথম এলপিএলে প্লেয়ার্ড ড্রাফটের পরিবর্তে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের তারিখ নির্ধারণ হয়েছে ১১ জুন। তবে নিলামের বাইরে দলগুলো সরাসরি চুক্তিতে খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাচ্ছে। বিদেশি ক্যাটাগরিতে ৫ টি দলই একজন করে ক্রিকেটার চুক্তিবদ্ধ করেছে।
দেশি ক্যাটাগরিতে ২ জন করে খেলোয়াড় সরাসরি চুক্তিবদ্ধ করতে পেরেছে। সাকিব ছাড়াও এই তালিকায় বিদেশিদের মধ্যে আছেন ডেভিড মিলার (জাফনা কিংস), বাবর আজম (কলম্বো স্টার্স), ম্যাথু ওয়েড (ডাম্বুলা জায়ান্টস), তাব্রাইজ শামসি (ক্যান্ডি ওয়ারিয়র্স)।
এদিকে সাকিবের গল গ্ল্যাডিয়েটর্স দেশি কোটায় ভিড়িয়েছে দাসুন শানাকা,ভানুকা রাকাপাকশে। জাফনায় থিসারা পেরেরা, মাহেশ থিকশানা। কলম্বোতে মাথিশা পাথিরানা, চামিকা করুনারত্নে। ডাম্বুলায় কুশল মেন্ডিস, অভিষেক ফার্নান্দো ও ক্যান্ডিতে খেলবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং অ্যাঞ্জেলা ম্যাথুস।
এবারই প্রথম এলপিএলে প্লেয়ার্ড ড্রাফটের পরিবর্তে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের তারিখ নির্ধারণ হয়েছে ১১ জুন। তবে নিলামের বাইরে দলগুলো সরাসরি চুক্তিতে খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাচ্ছে। বিদেশি ক্যাটাগরিতে ৫ টি দলই একজন করে ক্রিকেটার চুক্তিবদ্ধ করেছে।
দেশি ক্যাটাগরিতে ২ জন করে খেলোয়াড় সরাসরি চুক্তিবদ্ধ করতে পেরেছে। সাকিব ছাড়াও এই তালিকায় বিদেশিদের মধ্যে আছেন ডেভিড মিলার (জাফনা কিংস), বাবর আজম (কলম্বো স্টার্স), ম্যাথু ওয়েড (ডাম্বুলা জায়ান্টস), তাব্রাইজ শামসি (ক্যান্ডি ওয়ারিয়র্স)।
এদিকে সাকিবের গল গ্ল্যাডিয়েটর্স দেশি কোটায় ভিড়িয়েছে দাসুন শানাকা,ভানুকা রাকাপাকশে। জাফনায় থিসারা পেরেরা, মাহেশ থিকশানা। কলম্বোতে মাথিশা পাথিরানা, চামিকা করুনারত্নে। ডাম্বুলায় কুশল মেন্ডিস, অভিষেক ফার্নান্দো ও ক্যান্ডিতে খেলবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং অ্যাঞ্জেলা ম্যাথুস।