এবার খাদ্যপণ্যের দামে ভারসাম্য এনে ভোক্তার ওপর চাপ কমাতে দ্রুত ব্যবস্থার নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, বাজারে জিনিসের দাম বাড়িয়ে সরকারের প্রতি জনগণকে বিক্ষুব্ধ করার চক্রান্ত এখনো রয়েছে, সেদিকে সজাগ থাকতে নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
এর আগে আজ সোমবার ১৫ জানুয়ারি সকাল সাড়ে দশটায় মন্ত্রিসভার বৈঠক হয়। শুরুতে মন্ত্রিসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রিপরিষদের সচিব মো. মাহবুব হোসেনও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
বৈঠকে, সরকার প্রধান অর্থবহ হিসেবে নির্বাচনকে গ্রহণ করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আর্থ-সামাজিক, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ স্বত:স্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বৈরী পরিবেশ মোকাবিলা করেই জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গিকারও করেন প্রধানমন্ত্রী।
এর আগে আজ সোমবার ১৫ জানুয়ারি সকাল সাড়ে দশটায় মন্ত্রিসভার বৈঠক হয়। শুরুতে মন্ত্রিসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রিপরিষদের সচিব মো. মাহবুব হোসেনও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
বৈঠকে, সরকার প্রধান অর্থবহ হিসেবে নির্বাচনকে গ্রহণ করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আর্থ-সামাজিক, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ স্বত:স্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বৈরী পরিবেশ মোকাবিলা করেই জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গিকারও করেন প্রধানমন্ত্রী।