আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তহার রেলওয়ে জংশন স্টেশনে ভাসমান শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০ টার সময় নওগাঁর কাজীর মোড় মহল্লার বাসিন্দা বুয়েটের (অবসরপ্রাপ্ত) প্রফেসর ওবাদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে সান্তাহার জংশন স্টেশনে শীতার্ত দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী পরিদর্শক নুর-এ নবী, শফিকুল ইসলাম, কামরুজ্জামান, সাংবাদিক সাগর খান, নেহাল আহম্মেদ প্রান্ত প্রমুখ।
কম্বল বিতরণের সময় বুয়েটের (অবসরপ্রাপ্ত) প্রফেসর ওবাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রতি বছরের মত এবারও সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে কম্বল বিতরণ করছি। আমি সমাজের বিত্তবান মানুষের প্রতি আহবান জানায় হাড় কাঁপানো শীতের মধ্যে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করার জন্য।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী পরিদর্শক নুর-এ নবী, শফিকুল ইসলাম, কামরুজ্জামান, সাংবাদিক সাগর খান, নেহাল আহম্মেদ প্রান্ত প্রমুখ।
কম্বল বিতরণের সময় বুয়েটের (অবসরপ্রাপ্ত) প্রফেসর ওবাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রতি বছরের মত এবারও সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে কম্বল বিতরণ করছি। আমি সমাজের বিত্তবান মানুষের প্রতি আহবান জানায় হাড় কাঁপানো শীতের মধ্যে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করার জন্য।