এবার দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশায় রোদের দেখা পাওয়া যাচ্ছে না। ফলে দিন ও রাতে প্রায় একই রকম শীত পড়ছে। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন মানুষ। এই শীতে লেপ মুড়িয়ে ঘুমিয়ে ছিলেন রাজশাহীর এক নারী।
রবিবার ১৪ জানুয়ারি দুপুর ১টার দিকে নগরীর ঘোড়ামারা মহল্লার দিলদুয়ারবাগ এলাকা থেকে সেই বয়োবৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় দেখা যায় ওই নারী লেপ মুড়িয়ে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।
এদিকে নিহত নারীর নাম জয়শ্রী ভৌমিক (৭০)। নগরীর দিলদুয়ারবাগ মহল্লায় কামরুল হাসান রুবেল নামে ব্যক্তির চারতলা ভবনের চতুর্থ তলায় তিনি একা থাকতেন। তার স্বামীর নাম মৃত শান্তি রঞ্জন ভৌমিক।
এদিকে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির জানিয়েছেন, ওই নারী দিলদুয়ারবাগ মহল্লায় তিন মাস ধরে ভাড়ায় থাকতেন। রোববার দুপুর ১টার দিকে বাড়িওয়ালা ও অন্য ভাড়াটিয়ারা পুলিশে অভিযোগ করেন জয়শ্রী ভৌমিককে ২৪ ঘণ্টা ধরে দেখা যায়নি।
এ ছাড়া বাড়িটি ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়। তারা এসে দরজা ভেঙে ঘুমন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করেন।
জানা গেছে, নিহত জয়শ্রী ভৌমিকের দুই মেয়ে ঢাকাতে থাকেন। এক ছেলে আগেই মারা গেছেন। পুলিশের ধারণা গত শনিবার দুপুর থেকে তিনি শুয়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মরদেহ উদ্ধারের পর তা সংরক্ষণের জন্য রাজশাহী মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আত্মীয়-স্বজনরা এলে তাদের কাছে মরদেহ বুঝিয়ে দেবে পুলিশ।
রবিবার ১৪ জানুয়ারি দুপুর ১টার দিকে নগরীর ঘোড়ামারা মহল্লার দিলদুয়ারবাগ এলাকা থেকে সেই বয়োবৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় দেখা যায় ওই নারী লেপ মুড়িয়ে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।
এদিকে নিহত নারীর নাম জয়শ্রী ভৌমিক (৭০)। নগরীর দিলদুয়ারবাগ মহল্লায় কামরুল হাসান রুবেল নামে ব্যক্তির চারতলা ভবনের চতুর্থ তলায় তিনি একা থাকতেন। তার স্বামীর নাম মৃত শান্তি রঞ্জন ভৌমিক।
এদিকে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির জানিয়েছেন, ওই নারী দিলদুয়ারবাগ মহল্লায় তিন মাস ধরে ভাড়ায় থাকতেন। রোববার দুপুর ১টার দিকে বাড়িওয়ালা ও অন্য ভাড়াটিয়ারা পুলিশে অভিযোগ করেন জয়শ্রী ভৌমিককে ২৪ ঘণ্টা ধরে দেখা যায়নি।
এ ছাড়া বাড়িটি ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়। তারা এসে দরজা ভেঙে ঘুমন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করেন।
জানা গেছে, নিহত জয়শ্রী ভৌমিকের দুই মেয়ে ঢাকাতে থাকেন। এক ছেলে আগেই মারা গেছেন। পুলিশের ধারণা গত শনিবার দুপুর থেকে তিনি শুয়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মরদেহ উদ্ধারের পর তা সংরক্ষণের জন্য রাজশাহী মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আত্মীয়-স্বজনরা এলে তাদের কাছে মরদেহ বুঝিয়ে দেবে পুলিশ।