এবার দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরের মৃত্যুশোকে ছেলের বউয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের ওহিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে মারা যাওয়া শ্বশুর ও ছেলের বউ হলেন ওহিউড়া গ্রামের সাহেব আলী (৬৫) ও তার ছেলে সানাউলের স্ত্রী ছমিরোন বেগম (৩৫)। এদিকে স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে বলাহার বাজার থেকে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন সাহেব আলী। ফেরার সময় পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।
শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে সেখানে ছুটে যান ছেলের বউ ছমিরোন। শ্বশুরকে মৃত অবস্থায় দেখে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত ছমিরোন বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় ফারুক মিয়া নামের এক প্রতিবেশী জানান, মাত্র ১৫ মিনিটের ব্যবধানে শ্বশুর-ছেলের বউ দুজনই মারা গেছেন। শ্বশুর ও ছেলের বউয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) এনামুল ইসলাম জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন।
এদিকে মারা যাওয়া শ্বশুর ও ছেলের বউ হলেন ওহিউড়া গ্রামের সাহেব আলী (৬৫) ও তার ছেলে সানাউলের স্ত্রী ছমিরোন বেগম (৩৫)। এদিকে স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে বলাহার বাজার থেকে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন সাহেব আলী। ফেরার সময় পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।
শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে সেখানে ছুটে যান ছেলের বউ ছমিরোন। শ্বশুরকে মৃত অবস্থায় দেখে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত ছমিরোন বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় ফারুক মিয়া নামের এক প্রতিবেশী জানান, মাত্র ১৫ মিনিটের ব্যবধানে শ্বশুর-ছেলের বউ দুজনই মারা গেছেন। শ্বশুর ও ছেলের বউয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) এনামুল ইসলাম জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন।