এবার শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সবশেষ বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭তম। শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সবশেষ বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭তম।
কোন নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে তৈরি করা হয় এই সূচক। এই সূচকে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। নতুন সূচকে দেখা যাচ্ছে, ৪২টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।
এদিকে হেনলি অ্যান্ড পার্টনার্স বৈশ্বিক পাসপোর্ট সূচক-২০২৪ এ মোট ১০৪টি দেশের পাসপোর্টের মান প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে আছে উত্তর কোরিয়া। তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন।
এসব দেশের পাসপোর্ট থাকলেই বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৯৪টি গন্তব্যে যাওয়া যাবে ভিসা ছাড়াই। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ফিনল্যান্ড, সুইডেন এবং দক্ষিণ কোরিয়া। এই তিন দেশের পাসপোর্ট থাকলে ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে।
এদিকে প্রতিবেশী দেশ ভারতের পাসপোর্ট তিন ধাপ এগিয়ে অবস্থান করছে তালিকায় ৮০ নম্বরে। ভারতীয়রা বর্তমানে বিনা ভিসায় ৬২টি দেশে যেতে পারেন। গত বছর ভারতীয় পাসপোর্ট ছিল ৮৩ নম্বর স্থানে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের র্যাংকিং অনুযায়ী, বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকার একেবারে তলানিতে আছে আফগানিস্তান। আফগানিস্তানের কয়েক ধাপ ওপরে থাকলেও শক্তির বিচারের পাকিস্তানের (১০১তম) পাসপোর্টের অবস্থা ইয়েমেন (১০০তম) ও সোমালিয়ার (৯৯তম) চেয়েও খারাপ। নেপাল (৯৮তম) ও শ্রীলঙ্কার (৯৬তম) মতো দেশগুলো বাংলাদেশের আশেপাশেই অবস্থান করছে।
কোন নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে তৈরি করা হয় এই সূচক। এই সূচকে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। নতুন সূচকে দেখা যাচ্ছে, ৪২টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।
এদিকে হেনলি অ্যান্ড পার্টনার্স বৈশ্বিক পাসপোর্ট সূচক-২০২৪ এ মোট ১০৪টি দেশের পাসপোর্টের মান প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে আছে উত্তর কোরিয়া। তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন।
এসব দেশের পাসপোর্ট থাকলেই বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৯৪টি গন্তব্যে যাওয়া যাবে ভিসা ছাড়াই। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ফিনল্যান্ড, সুইডেন এবং দক্ষিণ কোরিয়া। এই তিন দেশের পাসপোর্ট থাকলে ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে।
এদিকে প্রতিবেশী দেশ ভারতের পাসপোর্ট তিন ধাপ এগিয়ে অবস্থান করছে তালিকায় ৮০ নম্বরে। ভারতীয়রা বর্তমানে বিনা ভিসায় ৬২টি দেশে যেতে পারেন। গত বছর ভারতীয় পাসপোর্ট ছিল ৮৩ নম্বর স্থানে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের র্যাংকিং অনুযায়ী, বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকার একেবারে তলানিতে আছে আফগানিস্তান। আফগানিস্তানের কয়েক ধাপ ওপরে থাকলেও শক্তির বিচারের পাকিস্তানের (১০১তম) পাসপোর্টের অবস্থা ইয়েমেন (১০০তম) ও সোমালিয়ার (৯৯তম) চেয়েও খারাপ। নেপাল (৯৮তম) ও শ্রীলঙ্কার (৯৬তম) মতো দেশগুলো বাংলাদেশের আশেপাশেই অবস্থান করছে।