সিরাজগঞ্জ প্রতিনিধি: আধা কেজি গাঁজাসহ এক গ্রাম-পুলিশকে গ্রেফতার করা হয়েছে সিরাজগঞ্জের তারাশ উপজেলায়। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে নিজ বাড়ি থেকে মাদকসহ গ্রেফতার করা হয় তাকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের মিলন খাঁ (৩৪) নামে এক গ্রাম-পুলিশকে ৫০০ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । মিলন খাঁ সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামের মৃত মজনু খাঁর ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রাম-পুলিশকে গাঁজাসহ গ্রেফতারের পর মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের মিলন খাঁ (৩৪) নামে এক গ্রাম-পুলিশকে ৫০০ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । মিলন খাঁ সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামের মৃত মজনু খাঁর ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রাম-পুলিশকে গাঁজাসহ গ্রেফতারের পর মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।