সাইফুল্লাহ, ঢাকা: গত ৭ তারিখে যে নির্বাচন হয়েছে সেটা কোন নির্বাচন নয়। এটা নির্বাচনের নামে জনগনের ভোটের অধিকার হরণ করা হয়েছে। একটা ভয়ংকর প্রহসন, ভয়ংকর তামাশা জনগনের সাথে করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানায়, এটা একটা অসাংবিধানিক কমিশন।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ বিপু মিলনায়তন সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। এতে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ সাকী এসব কথা বলেন।
তিনি আরও বলেন- আওয়ামীলীগ যাদেরকে স্বতন্ত্র-প্রার্থী হিসেবে রেখেছে, আমরা খোজ নিয়ে দেখেছি অনেক জায়গার স্বতন্ত্র-প্রার্থীরা নিজেরা ভোট দিতে যায় নি। আজকে নির্বাচনের সকল সহিংসতাকে আড়াল করে রেখে নির্বাচনের ২৮ শতাংশকে ৪১ শতাংশ বলে মিথ্যাচার করেই যাচ্ছে।
সাকী আরও বলেন, এই ফোর-টুয়েন্টি নির্বাচনকে আমরা প্রত্যাখান করি, জনগণ বয়কট করেছে। আজ বিকেলে গণতন্ত্র মঞ্চ বৈঠক করবে, সেখান থেকে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ বিপু মিলনায়তন সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। এতে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ সাকী এসব কথা বলেন।
তিনি আরও বলেন- আওয়ামীলীগ যাদেরকে স্বতন্ত্র-প্রার্থী হিসেবে রেখেছে, আমরা খোজ নিয়ে দেখেছি অনেক জায়গার স্বতন্ত্র-প্রার্থীরা নিজেরা ভোট দিতে যায় নি। আজকে নির্বাচনের সকল সহিংসতাকে আড়াল করে রেখে নির্বাচনের ২৮ শতাংশকে ৪১ শতাংশ বলে মিথ্যাচার করেই যাচ্ছে।
সাকী আরও বলেন, এই ফোর-টুয়েন্টি নির্বাচনকে আমরা প্রত্যাখান করি, জনগণ বয়কট করেছে। আজ বিকেলে গণতন্ত্র মঞ্চ বৈঠক করবে, সেখান থেকে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।