এবার নড়াইল-২ আসনে একটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, মাশরাফী পেয়েছেন ১৪১৯, লাঙ্গল প্রতীকে ফিরোজ পেয়েছে ১৪। হাতুড়ি প্রতীকে হাফিজুর পেয়েছে ৩২ ভোট।
আজ রবিবার ৭ জানুয়ারি ফরিদপুরে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এরপর বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
এদিকে লোহাগড়া উপজেলা এবং নিম্নলিখিত ইউনিয়ন সমূহ ব্যতীত নড়াইল সদর উপজেলা: কলোড়া, বিচালি, ভদ্রবিলা, সিঙগা শোলপুর ও শেখ হাটি নিয়ে নড়াইল-২ আসন। মোট ভোটার ৩, ৬৫,৭২৯। পুরুষ ভোটার ১,৮১,৯৯০। নারী ভোটার ১, ৮৩,৭৩৬। মোট কেন্দ্র ১৪৭।
আজ রবিবার ৭ জানুয়ারি ফরিদপুরে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এরপর বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
এদিকে লোহাগড়া উপজেলা এবং নিম্নলিখিত ইউনিয়ন সমূহ ব্যতীত নড়াইল সদর উপজেলা: কলোড়া, বিচালি, ভদ্রবিলা, সিঙগা শোলপুর ও শেখ হাটি নিয়ে নড়াইল-২ আসন। মোট ভোটার ৩, ৬৫,৭২৯। পুরুষ ভোটার ১,৮১,৯৯০। নারী ভোটার ১, ৮৩,৭৩৬। মোট কেন্দ্র ১৪৭।