এবার নরসিংদী-৪ আসনের নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার ৭ জানুয়ারি নির্বাচন চলাকালে ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এদিকে নির্বাচন কর্মকর্তারা বলেন, সকালে একদল কর্মী নিয়ে কেন্দ্রটিতে বেআইনিভাবে প্রবেশ করেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। তারা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় সিল মারেন। পরে ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পরপরই তিনি ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করেন।
এর পরে আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পরপরই আমাকে জানাবেন। তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষভাবে করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের কোনো অভিযোগ থাকতে পারবে না।
এ বিষয়টি নিশ্চিত করে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাছিবা খান বলেন, মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নির্বাচন কর্মকর্তারা বলেন, সকালে একদল কর্মী নিয়ে কেন্দ্রটিতে বেআইনিভাবে প্রবেশ করেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। তারা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় সিল মারেন। পরে ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পরপরই তিনি ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করেন।
এর পরে আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পরপরই আমাকে জানাবেন। তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষভাবে করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের কোনো অভিযোগ থাকতে পারবে না।
এ বিষয়টি নিশ্চিত করে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাছিবা খান বলেন, মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।