চলতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাকিব আল হাসান নিজের ভোট দিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। ভোট দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন সাকিব। সে সময় সঙ্গে ছিলেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
আজ রবিবার ৭ জানুয়ারি সকাল ৮টা ১ মিনিটে শহরের দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। সাইফুজ্জামান শিখর নিজের ভোটটি দিয়ে সাকিবের সঙ্গে দেখা করেছেন। শুভকামনা জানিয়েছেন সাবেক এই সংসদ সদস্য।
এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় নারী ভোটারদের সঙ্গে কথা বলেছেন সাকিব আল হাসান। তিনি তাদের ভোটার কার্ডের নাম্বার দেখে দিয়েছেন। ১০০ বছর বয়সী এক বৃদ্ধ ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে সাকিবের জন্য দোয়া করেন।
জানা গেছে, মাগুরার কোনো কেন্দ্রে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রে ভিড় বাড়ছে। সবাই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে পারছেন বলেও জানা গেছে।
আজ রবিবার ৭ জানুয়ারি সকাল ৮টা ১ মিনিটে শহরের দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। সাইফুজ্জামান শিখর নিজের ভোটটি দিয়ে সাকিবের সঙ্গে দেখা করেছেন। শুভকামনা জানিয়েছেন সাবেক এই সংসদ সদস্য।
এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় নারী ভোটারদের সঙ্গে কথা বলেছেন সাকিব আল হাসান। তিনি তাদের ভোটার কার্ডের নাম্বার দেখে দিয়েছেন। ১০০ বছর বয়সী এক বৃদ্ধ ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে সাকিবের জন্য দোয়া করেন।
জানা গেছে, মাগুরার কোনো কেন্দ্রে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রে ভিড় বাড়ছে। সবাই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে পারছেন বলেও জানা গেছে।