এবার ভোলার লালমোহন উপজেলায় নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মোস্তাফিজুর রহমান নামের এক সহকারি প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
এদিকে মৃত মোস্তাফিজুর রহমান লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও লালমোহন উপজেলার চরভুতা বাউরিয়া ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। গতকাল শনিবার ৬ জানুয়ারি দিবাগত রাত পৌনে ১টার দিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করনে।
এর আগে তিনি শনিবার ভোটের সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রে যান। রাতে তিনি ভোট কেন্দ্রের পাশ্ববর্তী এক আত্মীয়ের বাসায় গেলে সেখানে অসুস্থ্য হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে মোস্তাফিজুর রহমান কেন্দ্রের বাইরে গেলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। রাতেই তার স্থলে নতুন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা দেয়া হয়েছে।
এদিকে মৃত মোস্তাফিজুর রহমান লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও লালমোহন উপজেলার চরভুতা বাউরিয়া ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। গতকাল শনিবার ৬ জানুয়ারি দিবাগত রাত পৌনে ১টার দিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করনে।
এর আগে তিনি শনিবার ভোটের সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রে যান। রাতে তিনি ভোট কেন্দ্রের পাশ্ববর্তী এক আত্মীয়ের বাসায় গেলে সেখানে অসুস্থ্য হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে মোস্তাফিজুর রহমান কেন্দ্রের বাইরে গেলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। রাতেই তার স্থলে নতুন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা দেয়া হয়েছে।