এবার চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে বাড়ি ফেরার পর করিম উল্লাহ (৮৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার ৭ জানুয়ারি সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান। করিম উল্লাহ উপজেলার ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলিনেওয়াজ সওদাগর বাড়ির বাসিন্দা।
এদিকে স্বজন ও প্রতিবেশীদের তথ্যমতে, তিনি একজন আওয়ামী লীগ সমর্থক। এবারের নির্বাচনেও তিনি নৌকা প্রতীকেই ভোট দিয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
এ সময় স্বজনরা জানান, করিম উল্লাহ সকালে ঝুলনপোল বিএম হাইস্কুল কেন্দ্রে ভোট দেন। এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দা মো. জামাল উদ্দীন বলেন, তিনি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। বৃদ্ধ বয়সেও নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন তিনি। চট্টগ্রাম-১ আসনে ১০৬টি কেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন ও নারী ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন।
এদিকে স্বজন ও প্রতিবেশীদের তথ্যমতে, তিনি একজন আওয়ামী লীগ সমর্থক। এবারের নির্বাচনেও তিনি নৌকা প্রতীকেই ভোট দিয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
এ সময় স্বজনরা জানান, করিম উল্লাহ সকালে ঝুলনপোল বিএম হাইস্কুল কেন্দ্রে ভোট দেন। এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দা মো. জামাল উদ্দীন বলেন, তিনি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। বৃদ্ধ বয়সেও নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন তিনি। চট্টগ্রাম-১ আসনে ১০৬টি কেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন ও নারী ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন।