আজ সকালে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) প্রকাশ্যে সিল মারা ও নৌকার পক্ষে কাজ করায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে।
এদিকে আটকরা হলেন, মদিনাতুল উল আলহাজ্ব আকবর হোসেন কাওমী মাদরাসা ও এতিমখানার প্রিজাইডিং অফিসার ইলিয়াস উদ্দিন, সহকারী প্রিজাইডিং অফিসার ও নৌকার এজেন্ট। তবে তাদের দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ রবিবার ৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টার গফরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উল আলহাজ্ব আকবর হোসেন কাওমী মাদরাসা ও এতিমখানা কেন্দ্রে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান বলেন, কেন্দ্রের ভেতরে নিয়মবহির্ভূত কাজ করার অভিযোগে ইউএনওর নির্দেশে তাদের আটক করে থানায় পাঠানো হয়েছে।
এদিকে আটকরা হলেন, মদিনাতুল উল আলহাজ্ব আকবর হোসেন কাওমী মাদরাসা ও এতিমখানার প্রিজাইডিং অফিসার ইলিয়াস উদ্দিন, সহকারী প্রিজাইডিং অফিসার ও নৌকার এজেন্ট। তবে তাদের দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ রবিবার ৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টার গফরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উল আলহাজ্ব আকবর হোসেন কাওমী মাদরাসা ও এতিমখানা কেন্দ্রে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান বলেন, কেন্দ্রের ভেতরে নিয়মবহির্ভূত কাজ করার অভিযোগে ইউএনওর নির্দেশে তাদের আটক করে থানায় পাঠানো হয়েছে।