এবার কুমিল্লা-৪ দেবিদ্বার উপজেলায় নৌকা প্রতীকে জোর করে সিল মারার অভিযোগ উঠেছে। সেখানে ভোটাররা গিয়ে দেখেন, আগে থেকেই ব্যালটে নৌকার সিল মারা আছে।
আজ রবিবার ৭ জানুয়ারি ভোটের দিন উপজেলার গুনাইঘর ইউনিয়নের পদ্মকুট গ্রামের পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।
ভিডিওতে দেখা গেছে, ব্যালট বইয়ের পর পর কয়েকটি পাতায় সিল মারা আছে। এ সময় উপস্থিত সহকারী প্রিসাইডিং অফিসার ও কর্মকর্তারা বলেন, কয়েক যুবক এসে জোর করে সিল মেরে চলে গেছে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুর রব বলেন, এমনটি হওয়ার কথা নয়। এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।
আজ রবিবার ৭ জানুয়ারি ভোটের দিন উপজেলার গুনাইঘর ইউনিয়নের পদ্মকুট গ্রামের পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।
ভিডিওতে দেখা গেছে, ব্যালট বইয়ের পর পর কয়েকটি পাতায় সিল মারা আছে। এ সময় উপস্থিত সহকারী প্রিসাইডিং অফিসার ও কর্মকর্তারা বলেন, কয়েক যুবক এসে জোর করে সিল মেরে চলে গেছে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুর রব বলেন, এমনটি হওয়ার কথা নয়। এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।