কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোহিঙ্গা ক্যাম্পে লাগা এ আগুনে পুড়ে গেছে প্রায় ৭ শতাধিক ঘর। শনিবার ৬ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং ৫নং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, আগুন নেভাতে স্থানীয়, রোহিঙ্গা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা বলেন, এ ব্লকের হেড মাঝি হামিদের ঘরের প্রথমে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে আগুন বি ও সি ব্লকেও ছড়িয়ে পড়ে। এতে সাত শতাধিক ঘর পুড়ে গেছে। নিঃস্ব হয়ে গেছে এসব রোহিঙ্গা পরিবারের সদস্যদের।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, আগুন নেভাতে স্থানীয়, রোহিঙ্গা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা বলেন, এ ব্লকের হেড মাঝি হামিদের ঘরের প্রথমে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে আগুন বি ও সি ব্লকেও ছড়িয়ে পড়ে। এতে সাত শতাধিক ঘর পুড়ে গেছে। নিঃস্ব হয়ে গেছে এসব রোহিঙ্গা পরিবারের সদস্যদের।