এবার রাজধানীতে গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় রাতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর বিএনপির এক নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শনিবার ৬ জানুয়ারি সকালে ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে সূত্র জানিয়েছে, ডিবি পাঁচজনকে গ্রেফতার করেছে তার মধ্যে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবী (৬৬) রয়েছে। নবী সাবেক যাত্রাবাড়ী থানা বিএনপি সভাপতি ও বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক।
আজ সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পাঁচজন গ্রেফতার এবং সমসাময়িক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার( ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ।
এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। এতে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ জনই শিশু। এছাড়া দগ্ধ হয়েছেন অনেকে। তাদের মধ্যে হাসিবকে (৩০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের ৮ শতাংশ ঝলসে গেছে। এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনের কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়েছিল। প্রথমে স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।
এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, বেনাপোল এক্সপ্রেসের ৪টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিনির্বাপণ কর্মীদের চেষ্টায় রাত সোয়া ১০টায় তা নিয়ন্ত্রণে আসে। এর আগে ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৮ জন নিহত হলেন।
এদিকে সূত্র জানিয়েছে, ডিবি পাঁচজনকে গ্রেফতার করেছে তার মধ্যে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবী (৬৬) রয়েছে। নবী সাবেক যাত্রাবাড়ী থানা বিএনপি সভাপতি ও বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক।
আজ সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পাঁচজন গ্রেফতার এবং সমসাময়িক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার( ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ।
এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। এতে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ জনই শিশু। এছাড়া দগ্ধ হয়েছেন অনেকে। তাদের মধ্যে হাসিবকে (৩০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের ৮ শতাংশ ঝলসে গেছে। এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনের কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়েছিল। প্রথমে স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।
এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, বেনাপোল এক্সপ্রেসের ৪টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিনির্বাপণ কর্মীদের চেষ্টায় রাত সোয়া ১০টায় তা নিয়ন্ত্রণে আসে। এর আগে ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৮ জন নিহত হলেন।