আজ শুক্রবার সকালে হঠাৎ করে মিরপুর শের-ই-বাংলায় হাজির তামিম ইকবাল। একটু পরেই জানা গেল অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ব্যাট উপহার দেওয়ার জন্য এসেছেন তিনি। তরুণ ক্রিকেটারদের ব্যাট উপহার দিয়ে, তাদের অনুপ্রাণিতও করেছেন দেশসেরা ওপেনার। তামিম তরুণ ক্রিকেটারদের জন্য যা করেছেন, টাকা দিয়ে তার মূল্য মেটানো সম্ভব না বলে মন্তব্য করেছেন অনুর্ধ্ব-১৯ দলের নির্বাচক হান্নান সরকার।
এদিকে গণমাধ্যমকে তিনি বলেন, “তামিমের ব্যাট সম্পর্কে আমরা সবাই জানি, প্লেয়াররাও জানে। তামিমের ব্যাট বলেই কথা, সিএ (ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান) থেকে সে নিজে অর্ডার করে নিয়ে এসেছে। সো সেটার দামটা ওইখানেই মূল্যায়ন হয়ে যায়। টাকার সংখ্যাটা আসলে মূখ্য না, সে যেটা করেছে, টাকা দিয়ে সেটা আসলে মেটানো সম্ভব না”
শুধু ব্যাট উপহার দিয়েই থামেননি তামিম। কিভাবে খারাপ সময় কাটিয়ে আসতে হয় সে বিষয়েও কথা বলেছেন তরুণ ক্রিকেটারদের সাথে। বিশ্বকাপে কি কি পরিস্থিতি আসতে পারে সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন তামিম। এমনটাই জানিয়েছেন অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আশিকুর রহমান শিবলি।
তরুণ এ ক্রিকেটার বলেছেন, “তামিম ভাই আমাদের অনেক মোটিভেট করেছেন। ভালো ভালো কথা বলেছেন। বিশ্বকাপে কী কী পরিস্থিতি আসতে পারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। দলের সবার জন্য একই কথা বলেছেন। উনার ভালো-খারাপ সময়, কীভাবে উনি কামব্যাক করেছে সেটা বলেছেন”
এদিকে ইনজুরির কারণে আপাতত ক্রিকেটের বাইরে আছেন তামিম। শোনা যাচ্ছে, আগামী বিপিএল দিয়ে মাঠে ফিরবেন তিনি।
এদিকে গণমাধ্যমকে তিনি বলেন, “তামিমের ব্যাট সম্পর্কে আমরা সবাই জানি, প্লেয়াররাও জানে। তামিমের ব্যাট বলেই কথা, সিএ (ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান) থেকে সে নিজে অর্ডার করে নিয়ে এসেছে। সো সেটার দামটা ওইখানেই মূল্যায়ন হয়ে যায়। টাকার সংখ্যাটা আসলে মূখ্য না, সে যেটা করেছে, টাকা দিয়ে সেটা আসলে মেটানো সম্ভব না”
শুধু ব্যাট উপহার দিয়েই থামেননি তামিম। কিভাবে খারাপ সময় কাটিয়ে আসতে হয় সে বিষয়েও কথা বলেছেন তরুণ ক্রিকেটারদের সাথে। বিশ্বকাপে কি কি পরিস্থিতি আসতে পারে সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন তামিম। এমনটাই জানিয়েছেন অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আশিকুর রহমান শিবলি।
তরুণ এ ক্রিকেটার বলেছেন, “তামিম ভাই আমাদের অনেক মোটিভেট করেছেন। ভালো ভালো কথা বলেছেন। বিশ্বকাপে কী কী পরিস্থিতি আসতে পারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। দলের সবার জন্য একই কথা বলেছেন। উনার ভালো-খারাপ সময়, কীভাবে উনি কামব্যাক করেছে সেটা বলেছেন”
এদিকে ইনজুরির কারণে আপাতত ক্রিকেটের বাইরে আছেন তামিম। শোনা যাচ্ছে, আগামী বিপিএল দিয়ে মাঠে ফিরবেন তিনি।