আজ ২০২৪ সালের জানুয়ারির ১ তারিখ। তবে একটি ট্রেনের ৩২ ডিসেম্বর ২০২৩ সালের টিকেট পাওয়া যাচ্ছে। রেলওয়ের আখাউড়া-কুমিল্লা রুটের ৪নং কমিউটার ট্রেনের ৩২ ডিসেম্বর ২০২৩ তারিখের টিকিটের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।
তবে টিকিটগুলোর আসল কিনা সেটি যাচাই করা সম্ভব হয়নি। গতকাল রবিবার ৩১ ডিসেম্বর বিকেলে ‘বাংলাদেশ রেলওয়ে ট্রেন ইনফরমেশন’ নামে একটি ফেসবুক গ্রুপে বেনামে ওই টিকিটের ছবি পোস্ট করা হয়।
একজন ফেসবুক ব্যবহারকারী কমেন্টে কেউ কটাক্ষ করে টিকিট বিক্রি করা প্রতিষ্ঠানকে ‘অটোপাশ’ বলেও উল্লেখ করেছেন। ছবিটির ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, সবাইকে ৩২ তারিখের শুভেচ্ছা, এই বছর শেষ হবার নয়।
তবে ছবিতে দেখানো টিকিটগুলো সরাসরি রেলওয়ের নয় বরং সেটি ‘মেসার্স এস আর ট্রেডিং’ নামে একটি কোম্পানির। কুমিল্লা থেকে আখাউড়া চলাচলকারী কমিউটার ট্রেন ছাড়াও আরও কয়েকটি ট্রেনের পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ‘মেসার্স এস আর ট্রেডিং’।
এদিকে ৩২ তারিখ সম্বলিত ওই টিকিটের ছবি পোস্ট করার পর থেকেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং বেশ হাস্যরসের সৃষ্টি করে। এক ব্যক্তি মজা করে লিখেছেন, এ জন্য এখনও বেতন পাইতেছি না। মাস তো শেষ হয় না।
এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এই দিনের অপেক্ষায় ছিলাম, বাংলাদেশ পারে না এমন কোনো কিছু নেই- প্রমাণিত।’ মো. আলিফ হোসেন নামে অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার ৩৩ তারিখের টিকিট লাগবে।
তবে টিকিটগুলোর আসল কিনা সেটি যাচাই করা সম্ভব হয়নি। গতকাল রবিবার ৩১ ডিসেম্বর বিকেলে ‘বাংলাদেশ রেলওয়ে ট্রেন ইনফরমেশন’ নামে একটি ফেসবুক গ্রুপে বেনামে ওই টিকিটের ছবি পোস্ট করা হয়।
একজন ফেসবুক ব্যবহারকারী কমেন্টে কেউ কটাক্ষ করে টিকিট বিক্রি করা প্রতিষ্ঠানকে ‘অটোপাশ’ বলেও উল্লেখ করেছেন। ছবিটির ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, সবাইকে ৩২ তারিখের শুভেচ্ছা, এই বছর শেষ হবার নয়।
তবে ছবিতে দেখানো টিকিটগুলো সরাসরি রেলওয়ের নয় বরং সেটি ‘মেসার্স এস আর ট্রেডিং’ নামে একটি কোম্পানির। কুমিল্লা থেকে আখাউড়া চলাচলকারী কমিউটার ট্রেন ছাড়াও আরও কয়েকটি ট্রেনের পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ‘মেসার্স এস আর ট্রেডিং’।
এদিকে ৩২ তারিখ সম্বলিত ওই টিকিটের ছবি পোস্ট করার পর থেকেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং বেশ হাস্যরসের সৃষ্টি করে। এক ব্যক্তি মজা করে লিখেছেন, এ জন্য এখনও বেতন পাইতেছি না। মাস তো শেষ হয় না।
এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এই দিনের অপেক্ষায় ছিলাম, বাংলাদেশ পারে না এমন কোনো কিছু নেই- প্রমাণিত।’ মো. আলিফ হোসেন নামে অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার ৩৩ তারিখের টিকিট লাগবে।