সাইফুল্লাহ, ঢাকা: আটকের কয়েক ঘন্টা পর আদাবর থানা পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান মাদক মাদক মামলার আসামী লাবণী আক্তার। এতে প্রশ্নবিদ্ধ হয় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার। তবে এ ঘটনার ১৭ ঘন্টা না পেরোতে পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। কেরানীগঞ্জের মধু সিটি থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। শনিবার রাতে বিষয়টি নিশ্চয় করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।
আটকের বিষয়ে নিয়ে তিনি বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যদের অসতর্কতায় থানা হেফাজতে থাকা মাদক মামলার নারী আসামি লাবনী আক্তার পালিয়ে যায়। ভোর সোয়া পাঁচটার দিকে সে কৌশলে থানা থেকে চলে যায়। পরে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত থানার পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শক (অপারেশনের) নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকা এবং সাভার, হেমায়েতপুর, বসিলার মধুসিটিসহ বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালানো হয়। অবশেষে ১৭ ঘণ্টা পরে আমরা আসামিকে ফের গ্রেফতার করেছি।
তিনি আরও বলেন, আমরা তার অবস্থান জানতে তার স্বামীকে আটক করি। তার দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার মধু সিটি হাউজিং থেকে তাকে গ্রেফতার করা হয়। আজই তাকে আদালত হাজির করা হবে।
আটকের বিষয়ে নিয়ে তিনি বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যদের অসতর্কতায় থানা হেফাজতে থাকা মাদক মামলার নারী আসামি লাবনী আক্তার পালিয়ে যায়। ভোর সোয়া পাঁচটার দিকে সে কৌশলে থানা থেকে চলে যায়। পরে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত থানার পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শক (অপারেশনের) নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকা এবং সাভার, হেমায়েতপুর, বসিলার মধুসিটিসহ বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালানো হয়। অবশেষে ১৭ ঘণ্টা পরে আমরা আসামিকে ফের গ্রেফতার করেছি।
তিনি আরও বলেন, আমরা তার অবস্থান জানতে তার স্বামীকে আটক করি। তার দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার মধু সিটি হাউজিং থেকে তাকে গ্রেফতার করা হয়। আজই তাকে আদালত হাজির করা হবে।