কুয়েতে আগামী ২০২৪ সালের ১১ মার্চ থেকে হিজরি বছরের রমজান মাস শুরু হবে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম আরব টাইমস।
এদিকে মিসরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চের প্রধান ডক্টর গাদ আল-কাদি জানান, ইনস্টিটিউটের সান রিসার্চ ল্যাবরেটরি দ্বারা পরিচালিত জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে, বর্তমান হিজরি ১৪৪৫ সালের রজব মাস ২৯ দিন দীর্ঘ হবে।
এর ফলে শাবান মাসের শুরু হবে ১১ ফেব্রুয়ারি। তাই রমজান মাস শুরু হতে পারে আগামী ১১ মার্চ।
এদিকে ডক্টর গাদ আল-কাদি আরও জানান, ওই দিন সূর্যাস্তের আগেই অর্ধচন্দ্র অস্ত যাবে।
এদিকে মিসরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চের প্রধান ডক্টর গাদ আল-কাদি জানান, ইনস্টিটিউটের সান রিসার্চ ল্যাবরেটরি দ্বারা পরিচালিত জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে, বর্তমান হিজরি ১৪৪৫ সালের রজব মাস ২৯ দিন দীর্ঘ হবে।
এর ফলে শাবান মাসের শুরু হবে ১১ ফেব্রুয়ারি। তাই রমজান মাস শুরু হতে পারে আগামী ১১ মার্চ।
এদিকে ডক্টর গাদ আল-কাদি আরও জানান, ওই দিন সূর্যাস্তের আগেই অর্ধচন্দ্র অস্ত যাবে।