এবার প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ। মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিউইদের হারাতে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। তবে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
ওপেনার লিটন কুমার দাশকে এই ম্যাচে পাচ্ছে না টিম টাইগার্স। বিষয়টি মাথায় রেখেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। লিটন না থাকায় একাদশে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। প্রথম টি-টোয়েন্টিতে সৌম্য সরকার ক্যাচ ধরার সময় হাতে ব্যথা পেলেও এই ম্যাচ খেলতে তার কোনো অসুবিধা নেই।
রনি তালুকদারের সাথে ইনিংস উদ্বোধন করতে দেখা যেতে পারে তাকে। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড চাইবে সমতা ফিরিয়ে আনতে। তাই দুই দলের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা। তবে এদিন মাউন্ট মঙ্গানুইতে বৃষ্টির সম্ভাবনা আছে।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
ওপেনার লিটন কুমার দাশকে এই ম্যাচে পাচ্ছে না টিম টাইগার্স। বিষয়টি মাথায় রেখেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। লিটন না থাকায় একাদশে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। প্রথম টি-টোয়েন্টিতে সৌম্য সরকার ক্যাচ ধরার সময় হাতে ব্যথা পেলেও এই ম্যাচ খেলতে তার কোনো অসুবিধা নেই।
রনি তালুকদারের সাথে ইনিংস উদ্বোধন করতে দেখা যেতে পারে তাকে। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড চাইবে সমতা ফিরিয়ে আনতে। তাই দুই দলের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা। তবে এদিন মাউন্ট মঙ্গানুইতে বৃষ্টির সম্ভাবনা আছে।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।