গত বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টেস্ট হারাতে ব্যাট হাতে যেমন ভূমিকা রেখেছিলেন তেমনি নেতৃত্ব দিয়েও কিউইদের হারিয়েছেন। শান্তর নেতৃত্ব নজর কেড়েছে সবার। তার অধীনে নিউজিল্যান্ডে প্রথমবার ওয়ানডে এবং টি-টোয়েন্টিও জিতেছে বাংলাদেশ। তাকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাশরাফি বিন মুর্তজা।
এদিকে বাংলাদেশের সাবেক অধিনায়কের বিশ্বাস, শান্ত দারুণ কিছু করবে। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘অবশ্যই, ও (শান্ত) দারুণ খেলোয়াড়। ওর একটা সুবিধা কি যে ও (শান্ত) অনেক সমালোচনার ভেতর দিয়ে এসেছে। ও এটা মানিয়ে নিতে পারে। যেহেতু মানিয়ে নিতে পেরেছে ও দারুণ কিছু করবে আমার বিশ্বাস।’
শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে একেবারে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দারুণ শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজেও। শেখ মেহেদী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানদের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকে দেয় সফরকারীরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ জয় পেয়েছে ৫ উইকেটে।
বর্তমানে জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাশরাফি। গতবারের মতো এবারও আওয়ামী লীগের মনোনয়নে নৌকা মার্কায় নির্বাচন করছেন তিনি। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় বাংলাদেশের খেলা দেখার সুযোগ পাচ্ছেন না মাশরাফি। বাংলাদেশের জয়ের খবর সাংবাদিকদের কাছে শুনতে পেরেছেন তিনি।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (খুশি)। খেলা তো দেখার সুযোগ হচ্ছে না। অভিনন্দন বাংলাদেশ দলকে, এটাও তো আরেকটা ভালো লাগার সংবাদ।’
এদিকে বাংলাদেশের সাবেক অধিনায়কের বিশ্বাস, শান্ত দারুণ কিছু করবে। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘অবশ্যই, ও (শান্ত) দারুণ খেলোয়াড়। ওর একটা সুবিধা কি যে ও (শান্ত) অনেক সমালোচনার ভেতর দিয়ে এসেছে। ও এটা মানিয়ে নিতে পারে। যেহেতু মানিয়ে নিতে পেরেছে ও দারুণ কিছু করবে আমার বিশ্বাস।’
শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে একেবারে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দারুণ শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজেও। শেখ মেহেদী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানদের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকে দেয় সফরকারীরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ জয় পেয়েছে ৫ উইকেটে।
বর্তমানে জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাশরাফি। গতবারের মতো এবারও আওয়ামী লীগের মনোনয়নে নৌকা মার্কায় নির্বাচন করছেন তিনি। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় বাংলাদেশের খেলা দেখার সুযোগ পাচ্ছেন না মাশরাফি। বাংলাদেশের জয়ের খবর সাংবাদিকদের কাছে শুনতে পেরেছেন তিনি।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (খুশি)। খেলা তো দেখার সুযোগ হচ্ছে না। অভিনন্দন বাংলাদেশ দলকে, এটাও তো আরেকটা ভালো লাগার সংবাদ।’