‘আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী’ বলা মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাসকে শোকজ করেছে জেলা নির্বাচন অনুসন্ধান কমিটি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসানের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এবং নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এইচ এম কবির হোসেন পৃথক দুটি শোকজ নোটিশ ইস্যু করেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর আব্দুল মান্নান ও ডা. অলক কুমার দাসের মধ্যকার একটি মোবাইল কথোপকথন ফাঁস হয়। এতে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানকে বলতে শোনা যায় ‘মনে রাখতে হবে আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী।’
এদিকে শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি (আব্দুল মান্নান) মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর উপজেলা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার লিখিত অভিযোগে বলা হয়েছে, আপনি মেহেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলক কুমার দাসকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টার সময় সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয় উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।
অপরদিকে ডা. অলোক কুমার দাসকে শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি প্রকাশিত অডিও ক্লিপের ব্যাপারে এবং বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ সংক্রান্ত অভিযোগের ব্যাখ্যা প্রদান করবেন এবং আগামী ২৭ ডিসেম্বর বুধবার সকাল দশটায় নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসানের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এবং নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এইচ এম কবির হোসেন পৃথক দুটি শোকজ নোটিশ ইস্যু করেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর আব্দুল মান্নান ও ডা. অলক কুমার দাসের মধ্যকার একটি মোবাইল কথোপকথন ফাঁস হয়। এতে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানকে বলতে শোনা যায় ‘মনে রাখতে হবে আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী।’
এদিকে শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি (আব্দুল মান্নান) মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর উপজেলা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার লিখিত অভিযোগে বলা হয়েছে, আপনি মেহেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলক কুমার দাসকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টার সময় সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয় উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।
অপরদিকে ডা. অলোক কুমার দাসকে শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি প্রকাশিত অডিও ক্লিপের ব্যাপারে এবং বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ সংক্রান্ত অভিযোগের ব্যাখ্যা প্রদান করবেন এবং আগামী ২৭ ডিসেম্বর বুধবার সকাল দশটায় নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।