এবার ভারতের তেলেঙ্গানায় কনের বাড়ির খাবার তালিকায় ভেড়ার নেহারি না থাকায় বিয়ে বন্ধ করেছে বরের পরিবার। তাদের দাবি, কনের পরিবার ইচ্ছে করে তাদের অপমান করার উদ্দেশে খাবারের তালিকায় ভেড়ার নেহারি রাখেনি।
আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে কনের বাড়িতে তাদের বাগদান হয়েছিল। কিন্তু পরে খাবার নিয়ে ঝামেলার কারণে বিয়ে ভেঙ্গে যায়।
এদিকে প্রতিবেদনে বলা হয়, বাগদান অনুষ্ঠানের পর কনের পরিবার তাদের পরিবারের সদস্য এবং বরের আত্মীয়সহ অতিথিদের জন্য খাবারের আয়োজন করে। তবে তাদের সেই আয়োজন নিয়ে দু’পরিবারের মাঝে মারামারি শুরু হয়। কারণ, তাদের আয়োজনে ছিল না ভেড়ার নেহারি।
বরের পরিবারের দাবি, তাদের অপমান করার জন্য এমনটা করেছে কনের পরিবার। পরে অবশ্য পুলিশ এসে ঘটনা মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে বন্ধ করার মাধ্যমে বাগদান অনুষ্ঠানটি শেষ হয়।
এদিকে এমন ঘটনাকে অনেকে তেলেগু সিনেমার সাদৃশ্যপূর্ণ বলে উল্লেখ করছেন। গত মার্চ মাসে মুক্তি পাওয়া ‘বালাগাম’ ছবিতেও এমন একটি দৃশ্য দেখা যায়। যেখানে দু’পরিবারের মাঝে ভেড়ার নেহারি নিয়ে বিরোধের পর একটি বিয়ে বাতিল করা হয়।
আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে কনের বাড়িতে তাদের বাগদান হয়েছিল। কিন্তু পরে খাবার নিয়ে ঝামেলার কারণে বিয়ে ভেঙ্গে যায়।
এদিকে প্রতিবেদনে বলা হয়, বাগদান অনুষ্ঠানের পর কনের পরিবার তাদের পরিবারের সদস্য এবং বরের আত্মীয়সহ অতিথিদের জন্য খাবারের আয়োজন করে। তবে তাদের সেই আয়োজন নিয়ে দু’পরিবারের মাঝে মারামারি শুরু হয়। কারণ, তাদের আয়োজনে ছিল না ভেড়ার নেহারি।
বরের পরিবারের দাবি, তাদের অপমান করার জন্য এমনটা করেছে কনের পরিবার। পরে অবশ্য পুলিশ এসে ঘটনা মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে বন্ধ করার মাধ্যমে বাগদান অনুষ্ঠানটি শেষ হয়।
এদিকে এমন ঘটনাকে অনেকে তেলেগু সিনেমার সাদৃশ্যপূর্ণ বলে উল্লেখ করছেন। গত মার্চ মাসে মুক্তি পাওয়া ‘বালাগাম’ ছবিতেও এমন একটি দৃশ্য দেখা যায়। যেখানে দু’পরিবারের মাঝে ভেড়ার নেহারি নিয়ে বিরোধের পর একটি বিয়ে বাতিল করা হয়।