চিলমারী(কুড়িগ্রাম)সংবাদদাতা: কুড়িগ্রামের চিলমারীতে ৮ম ও ৯ম শ্রেণীর বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের নতুন কারিকুলাম বিতরণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলায় ৮ম ও ৯ম শ্রেণির বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের ৭দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার সকালে শুরু হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন,সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও থানাহাট এইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ১১টি বিষয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৪০১জন শিক্ষক। শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করছেন ২৫জন প্রশিক্ষিত মাষ্টার ট্রেইনার।
এ সময় উপস্থিত ছিলেন,প্রশিক্ষণ পরিচালক ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো.তাহের আলী,প্রশিক্ষণ সমন্বয়কারী একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল হালিম ও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তৈয়ব আলী প্রমুখ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন,সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও থানাহাট এইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ১১টি বিষয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৪০১জন শিক্ষক। শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করছেন ২৫জন প্রশিক্ষিত মাষ্টার ট্রেইনার।
এ সময় উপস্থিত ছিলেন,প্রশিক্ষণ পরিচালক ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো.তাহের আলী,প্রশিক্ষণ সমন্বয়কারী একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল হালিম ও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তৈয়ব আলী প্রমুখ।