আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র মোট ২৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর): তানভীর শাকিল জয় (নৌকা), জহুরুল ইসলাম (লাঙ্গল), সবুজ আলী (নোঙ্গর), মো. সাইফুল ইসলাম (মশাল)।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ): জান্নাত আরা হেনরী (নৌকা), আমিনুল ইসলাম (লাঙ্গল), আব্দুর রুবেল সরকার (গোলাপ ফুল), সাদাকাত হোসেন খান বাবুল (হাতুড়ী), মো. সোহেল রানা (সোনালী আঁশ)।
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ): আব্দুল আজিজ (নৌকা), জাকির হোসেন (লাঙ্গল), গোলাম মোস্তফা (নোঙ্গর)।
সিরাজগঞ্জ-৪ ( উল্লাপাড়া): শফিকুল ইসলাম (নৌকা), হিল্টন প্রামাণিক (লাঙ্গল), মোস্তফা কামাল বকুল (মশাল)।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): আব্দুল মমিন মন্ডল (নৌকা), ফজলুল হক (লাঙ্গল), আব্দুল হাকিম (নোঙ্গর), নাজমুল হক (গামছা), আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল), আব্দুল্লাহ আল মামুন (কাঁচি)।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): চয়ন ইসলাম (নৌকা), মোক্তার হোসেন (লাঙ্গল), মোজাম্মেল হক (মশাল), রেজাউল রশীদ খান (হাতুড়ি), তারিকুল ইসলাম (সোনালী আঁশ), মোহাম্মদ শামীম (নোঙ্গর), কাজী মো. আলামীন (একতারা), হালিমুল হক মীরু (ঈগল)।
প্রতিক বরাদ্দের সময় সিরাজগঞ্জের সকল আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।#
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর): তানভীর শাকিল জয় (নৌকা), জহুরুল ইসলাম (লাঙ্গল), সবুজ আলী (নোঙ্গর), মো. সাইফুল ইসলাম (মশাল)।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ): জান্নাত আরা হেনরী (নৌকা), আমিনুল ইসলাম (লাঙ্গল), আব্দুর রুবেল সরকার (গোলাপ ফুল), সাদাকাত হোসেন খান বাবুল (হাতুড়ী), মো. সোহেল রানা (সোনালী আঁশ)।
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ): আব্দুল আজিজ (নৌকা), জাকির হোসেন (লাঙ্গল), গোলাম মোস্তফা (নোঙ্গর)।
সিরাজগঞ্জ-৪ ( উল্লাপাড়া): শফিকুল ইসলাম (নৌকা), হিল্টন প্রামাণিক (লাঙ্গল), মোস্তফা কামাল বকুল (মশাল)।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): আব্দুল মমিন মন্ডল (নৌকা), ফজলুল হক (লাঙ্গল), আব্দুল হাকিম (নোঙ্গর), নাজমুল হক (গামছা), আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল), আব্দুল্লাহ আল মামুন (কাঁচি)।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): চয়ন ইসলাম (নৌকা), মোক্তার হোসেন (লাঙ্গল), মোজাম্মেল হক (মশাল), রেজাউল রশীদ খান (হাতুড়ি), তারিকুল ইসলাম (সোনালী আঁশ), মোহাম্মদ শামীম (নোঙ্গর), কাজী মো. আলামীন (একতারা), হালিমুল হক মীরু (ঈগল)।
প্রতিক বরাদ্দের সময় সিরাজগঞ্জের সকল আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।#