, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বোনও

  • আপলোড সময় : ১৪-১২-২০২৩ ০৯:১৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৩ ০৯:১৯:১০ অপরাহ্ন
ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বোনও ফাইল ছবি
ফরিদপুরের হালিমা গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা মমতাজ মহল রেখা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মাত্র একদিন আগে বুধবার রাতে মমতাজ মহলের ভাই মারা যান।

মমতাজ মহল রেখা ফরিদপুর ডায়বেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদের সহধর্মিণী ছিলেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি শহরের ২ নম্বর হাবেলি গোপালপুরস্থ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলেসন্তান রেখে গেছেন। এর আগে তার আরেক সন্তান হামিম মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহমুদ রেজা জানান, বুধবার (১৩ ডিসেম্বর) রাতে মমতাজের ভাই শহরের আলীপুর পাকিস্তানপাড়া নিবাসী সাবেক ব্যাংকার হাফেজ শহিদুল হক মিলু (৭০) মারা যান। আজ দুপুরে বাদ জোহর হাফেজ মিলুর জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল।

তিনি আরো জানান, স্ত্রী ও এক ছেলে রেখে যান হাফেজ মিলু। ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরের দিনই মারা গেলেন বোন মমতাজ।
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই