, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উল্লাপাড়ায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

  • আপলোড সময় : ১৪-১২-২০২৩ ০৫:২৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৩ ০৫:২৭:০৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার উল্লাপাড়ায় উপজেলা প্রশাসন স্কুল কলেজের শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। উল্লাপাড়া এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন, উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, উল্লাপাড়ার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম প্রমুখ। 

বক্তারা তাদের বক্তব্যে ‘৭১ এ পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। প্রতিযোগিতা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। প্রতিযোগিতায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস