পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, একদফা দাবিতে আন্দোলনের নামে বিএনপি যে জ্বালাও-পোড়াও করছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচন নিয়ে আমরা বিদেশের কোনো চাপে নেই মন্তব্য করে আব্দুল মোমেন বলেন, আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।
এর আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, তারা আমাদের সঙ্গে থাকবে বলে আশা প্রকাশ করেছেন। ৫২ বছর ধরে তারা আমাদের বন্ধু। তারা চায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন। এর সঙ্গে তারা সংঘাত মুক্ত নির্বাচন দেখতে চায়। আমরাও তাই চাই। তবে সংঘাত মুক্ত নির্বাচনের গ্যারান্টি আমরা দিতে পারি না। কারণ, আমাদের সংস্কৃতি এমন না। এর জন্য সব দলের একমত হতে হবে। আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করে দেখাব।
বিএনপির চলমান আন্দোলন সংগ্রামকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত ও সন্ত্রাস দেখতে চায় না। এ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির একটা দূরত্ব তৈরি হতে পারে।