দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়। দুপুরে শুনানি শেষে সাবেক এমপি আখতারুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
ফলে প্রার্থিতা ফিরে পেলেন কিশোরগঞ্জ-২ আসনের এই স্বতন্ত্র প্রার্থী। মূলত হলফনামায় মামলার তথ্য ও ব্যাংকঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া আপিল শুনানি আগামীকাল শুক্রবার শেষ হবে। শুনানির প্রথম চার দিনে ২১৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।