, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ , ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


তামিমা এমন একজন মানুষ যার কাছে আমি কাঁদতে পারি: নাসির

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৩ ০৪:২০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৩ ০৪:২০:০৯ অপরাহ্ন
তামিমা এমন একজন মানুষ যার কাছে আমি কাঁদতে পারি: নাসির
খেলার বাহিরেও ক্রিকেটার নাসির হোসেন প্রায় সময়ই থাকেন আলোচনায়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নানা ইস্যুতেও আলোচনায় থাকেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সর্বশেষ বিপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করলেও জাতীয় দলে সুযোগ মেলেনি এই ক্রিকেটারের। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন এবার কথা বলেন তার স্ত্রী তামিমাকে নিয়ে। মানুষ হিসেবে তামিমা কেমন, সেটিও জানান নাসির।

তামিমাকে বিয়ের পর নাসিরের জীবনে রীতিমতো কালবৈশাখী ঝড় নেমে আসে। সব বাধা-বিপত্তিকে দূর করে ভালোবেসে ঘর বেঁধেছেন তামিমার সঙ্গে। একে অপরের প্রতি ছিল অগাধ বিশ্বাস। ভালোবেসে এক ছাদের নিচে সংসার করছেন নাসির-তামিমা। সম্প্রতি ভালোবাসার স্ত্রী তামিমাকে নিয়ে নাসির বলেন, ‘আপনি হাসতে পারবেন সবার সঙ্গে কিন্তু যে কারো কাছে কাঁদতে পারবেন না। তামিমা এমন একজন মানুষ যার কাছে আমি কাঁদতে পারি।’

এছাড়া ভালোবাসার সংজ্ঞা কি, এমন প্রশ্নের জবাবে তামিমা বলেন, ‘ভালোবাসা বলতে আমি বলবো শ্রদ্ধা। একেকজনের প্রতি ভালোবাসা একেক রকম হয়। সবাইকেই ভালোবাসা যায়, কিন্তু সবাইকে রেস্পেক্ট করা যায় না। আমি নাসিরকে শতভাগ রেস্পেক্ট করি।’ নাসিরের ব্যক্তি জীবনে নানা বিতর্ক থাকলেও তার উপর পূর্ণ আস্থা ছিল তামিমার।

তিনি বলেন, ‘আপনারা যেভাবে নাসিরকে দেখছেন সে সবার সাথে হাসতেছে। আমি ঐ মানুষটা যার কাছে এসে সে কান্না করেছে। কান্না করার পেছনে ওর আসল ঘটনাটা আমি জানি। ওর আসল ব্যক্তিত্বটা দেখে আমার মনে হয়েছে সে আসলেই সেরা একজন মানুষ।’

এর আগে, নাসির হোসেন কথা বলেন ৮০টি গার্লফ্রেন্ড ইস্যু নিয়েও। তিনি বলেন, ‘আমার দুইটা ফোন আর দুইটা সিম। ৮০টা গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি? বিয়ের পর আমার মধ্যে কি পরিবর্তন এসেছে সেটা আমিও জানি না। হয়তো বা আমি একটু দায়িত্বশীল হয়েছি, যত্ন নিতে শিখেছি।’
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম