এবার কুমিল্লায় বাজার নিয়ন্ত্রণে মাইকিং করে ৮৫ টাকায় কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। একদিনের ব্যবধানে কেজিতে প্রায় ১০০ টাকা কম পাওয়ায় লাইন ধরে পেঁয়াজ কিনছেন ক্রেতারা। আজ বুধবার ১৩ ডিসেম্বর দুপুরে নগরীর চকবার এলাকায় এই চিত্র দেখা গেছে।
এদিকে পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে। কোথাও কোনো সঙ্কট নেই। দু-একদিনের মধ্যে দাম আরও কমবে। যার কারণে সকাল থেকে মাইকিং করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
সেই ব্যবসায়ীরা আরও জানান, ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিলে যার লাগবে এক কেজি, সে কিনেছে এক বস্তা। এতে বাজারে প্রভাব পড়েছে। আর এরই সুযোগ নিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। এখন দেশি পেঁয়াজ ওঠা শুরু হয়েছে। আশা করি দাম আরও কমবে।
এদিকে কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন বলেন, আমার ঘোষণা দিয়েছিলাম ১০০ টাকার নিচে পেঁয়াজ বিক্রি করবো। নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় দামও কমেছে।
এখন কারো অতিরিক্ত পেঁয়াজ কেনার প্রয়োজন নেই। আগামী সপ্তাহে পেঁয়াজের দাম আরও কমবে। প্রতিদিনই ৫-১০ টাকা করে কমতে থাকবে। আমরা কুমিল্লার মানুষকে কথা দিয়েছিলাম কম দামে পেঁয়াজ খাওয়াবো। সেই কথা রাখতে পেরেছি।