, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আগামীকাল যে কর্মসূচি পালন করবে বিএনপি

  • আপলোড সময় : ১৩-১২-২০২৩ ০৭:০৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৩ ০৭:০৪:২৫ অপরাহ্ন
আগামীকাল যে কর্মসূচি পালন করবে বিএনপি ফাইল ছবি
হরতাল- ‍অবরোধ নয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাবে।

এ ছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হবে। সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাবে এ আলোচনা সভা হবে।

এর আগে, গত ১০ ডিসেম্বর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী ১৪ ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি।

এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারাদেশে মোট ২৭৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৭০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্যান্য গাড়ি। 
সর্বশেষ সংবাদ
আগামীকাল যে সব জেলায় মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ

আগামীকাল যে সব জেলায় মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ