, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কামারখন্দ হানাদার মুক্ত দিবস আজ

  • আপলোড সময় : ১৩-১২-২০২৩ ০৬:৩০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৩ ০৭:৪২:৩০ অপরাহ্ন
কামারখন্দ হানাদার মুক্ত দিবস আজ
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ১৯৭১ সালের ১৩ই ডিসেম্বর পাকিস্তানী হানাদারদের পরাজিত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন উপজেলা মুক্তিযোদ্ধারা। এরপর থেকেই প্রতিবছর ১৩ ডিসেম্বর কামারখন্দ উপজেলা হানাদার মুক্ত দিবস পালন করা হয়।

হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের যৌথ উদ্যোগে সকালে উপজেলা পরিষদে নির্মিত স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলার মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উক্ত হানাদার মুক্ত দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহীদুল্লাহ সবুজ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখ-সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমূখ।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস