, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পপিকে বিয়ের প্রশ্নই আসে না: পপির কথিত স্বামী

  • আপলোড সময় : ১৩-১২-২০২৩ ০৬:১৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৩ ০৬:১৭:২১ অপরাহ্ন
পপিকে বিয়ের প্রশ্নই আসে না: পপির কথিত স্বামী
গতকাল মঙ্গলবার ১২ ডিসেম্বর সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক খবর। ‘বিয়ে করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। তার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি একজন জাহাজ ব্যবসায়ী।’ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও দাবি করা হয়, বর্তমানে ধানমন্ডিতে থাকছেন পপি।

দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে তার। যার নাম আয়াত। স্বামীর পরিবার পপিকে এখনো মেনে নেয়নি বলে অনেকটা বাসাবন্দি সময় কাটাচ্ছেন তিনি। যে নায়িকাকে ঘিরে এমন খবর রটেছে, তার সঙ্গে কোনো ভাবেই যোগাযোগ করা যায়নি। এমনকি যে ব্যবসায়ীকে পপির স্বামী দাবি করা হয়েছে, শুরু থেকে তার কোনো বক্তব্যও মেলেনি।

তবে আজ বুধবার একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পপির ‘কথিত’ স্বামী সেই জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল। নায়িকাকে বিয়ের খবর ‘মিথ্যা’ দাবি করে পুরো বিষয়টি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, ব্যক্তিজীবনে এই ব্যবসায়ী বিবাহিত। তার তিনটি সন্তানও রয়েছে।

পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেছেন আদনান উদ্দিন। তার ভাষায়, ‘পপি আমাদের পারিবারিক বন্ধু। তাকে বিয়ের প্রশ্নই আসে না। একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছে।’ এই ব্যবসায়ী বলেন, ‘গতকাল থেকে পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা আমার স্ত্রীও বেশ উপভোগ করছে।’

এদিকে পপিকে বিয়ে প্রসঙ্গে আদনান উদ্দিন প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘পপি ম্যাডাম কী কোথাও বলেছেন, আমি তার স্বামী? গতকাল থেকে হাজারবার ফোন এসেছে। পুরো ঘটনায় আমি বিরক্ত। সংবাদমাধ্যমে এমনও অনেকে লিখেছেন, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।’

পপির সঙ্গে অনুষ্ঠানে ছবি প্রসঙ্গে এই ব্যবসায়ী বলেন, ‘২০১৮ সালে আমার ছোটবোনের বিয়েতে এসেছিলেন তিনি। সে আমার স্ত্রীর বড় বোনের বন্ধু। শাহরুখ খানও বিয়েতে নাচতে যান, তাই বলে কী তার সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়ে যায়? পারিবারিক বন্ধুত্বের কারণে পপি ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি আমাদের বাড়িতে আসছেন, আমরাও কখনো গিয়েছি। তাই বলে এটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার মানে হয় না।’
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা