, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইসরায়েল ফুটবল দলের সঙ্গে চুক্তি বাতিল করলো পুমা 

  • আপলোড সময় : ১৩-১২-২০২৩ ০৪:৫৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৩ ০৪:৫৫:২২ অপরাহ্ন
ইসরায়েল ফুটবল দলের সঙ্গে চুক্তি বাতিল করলো পুমা 
এখন বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা। বিশ্বের অনেক নামী এবং প্রভাবশালী ক্রীড়াব্যক্তিত্ব যাদের সঙ্গে চুক্তিবদ্ধ। যে তালিকায় আছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানও। এবার সেই পুমাই মুখ ফিরিয়ে নিলো ইসরায়েলের কাছ থেকে। আসছে ২০২৪ সাল থেকে ইসরায়েল ফুটবল দলের সঙ্গে আর থাকছে না পুমা। 

যদিও এই চুক্তি বাতিলের সঙ্গে গাজায় চলমান ফিলিস্তিনের সঙ্গে সংঘাত কিংবা অনলাইন অ্যাক্টিভিস্টদের চলমান বয়কট আন্দোলনের কোন সম্পর্ক আছে কিনা তা নিয়ে জানা যায়নি। জার্মান এই কোম্পানির মুখপাত্র এই সম্পর্কে সংবাদমাধ্যমে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে মঙ্গলবারের ঘোষণায় জানানো হয়েছে, ২০২৪ সাল থেকে ইসরায়েল এবং সার্বিয়ার স্পন্সর থাকবে না পুমা। 

এদিকে বার্তাসংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক মেইলে বলা হয়েছে, ২০২৪ সালে বেশকিছু দেশের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হবে। আর সেসব চুক্তি নবায়নও করা হবেনা। যার মধ্যে ইসরায়েল এবং সার্বিয়া অন্যতম। এতে আরও বলা হয়, শীঘ্রই আরও কিছু দেশের সঙ্গে তাদের চুক্তির কথা জানানো হবে।

তাদের নতুন বছরের কম সংখ্যাক বড় আকারের এবং উন্নত পরিকল্পনার অংশ হিসেবেই নাকি এবার ইসরায়েলের সঙ্গে ৫ বছরের সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার কারণে চলমান বয়কট আন্দোলনের শিকার হয়েছিল পুমা। যার ফলে কোম্পানির শেয়ার এবং আয়ের ক্ষেত্রেও বড় রকমের ধাক্কা দেখা দেয়।

সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস পুমার অভ্যন্তরীণ একটি মেমো প্রকাশ করে, যেখানে পুমার এমন অর্থনৈতিক ধ্বস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এতে উল্লেখ করা হয়েছিল, ‘পুমা বিভিন্ন দেশের সঙ্গে তাদের শক্তিশালী সম্পর্ক নিশ্চিতের লক্ষ্যে খুব শীঘ্রই  তাদের হাতে থাকা বাদবাকি চুক্তি এবং আগামী দিনের সম্ভাব্য সব চুক্তিও পর্যবেক্ষণ করবে।”

গত ২০১৮ সালে ইসরায়েলের ফুটবুলের সঙ্গে যুক্ত হয় জার্মানির বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমা। এরপর থেকেই তাদের উপর বয়কটের ডাক আসে। এরপর থেকে বিভিন্ন সময় পুমার সঙ্গে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করা হলেও কোম্পানিটি এর ব্যাপারে সদুত্তর প্রদান করেনি। 
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর