, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রায়পুরায় নৌকাকে হারাতে ৫০ লাখ খরচ করবেন জেলা পরিষদ সদস্য রাজিব

  • আপলোড সময় : ১৩-১২-২০২৩ ০৪:৪২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৩ ০৭:১০:২৩ অপরাহ্ন
রায়পুরায় নৌকাকে হারাতে ৫০ লাখ খরচ করবেন জেলা পরিষদ সদস্য রাজিব ফাইল ছবি
নরসিংদী জেলা পরিষদ সদস্য ও রায়পুরা উপজেলার নিলক্ষাসহ চরাঞ্চলে লাঠিয়াল সর্দার টেটায়ুদ্ধের হোতা রাজিব আহমেদ নৌকার প্রার্থীকে হারাতে ৫০ লাখ টাকা ব্যয় করবেন। সম্প্রতি তার  ১১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি বলেন,  রায়পুরা আর রাজু পাশ করবে না। সেদিন  আর নেই। তাকে হারাতে যা করতে হয় করবো।  মিজান চৌধুরীকে আমি  ৫০ লাখ টাকা দিব।’

কল রেকর্ডে নিলক্ষা বীরগাও বড় বাড়ির ইমরান নামের এক ছেলের সাথে কথা বলতে শোনা যায়। কল রেকর্ডের ৫ মিনিটি ২৫ সেকেন্ডে পর ইমরান বলেন, ‘মিজান গেলে তোমার কি লাভ? রিয়াদ গেলে তোমার লাভ হইত। উত্তরে রাজিব বলেন, মিজান কার লোক, রিয়াদের লোক। মিজান গেলেও আমার লাভ। রিয়াদ ভাই মিজান চৌধুরীর জন্য ১ কোটি টাকা খরচ করবে।’

একই কল রেকর্ডের ১০ মিনিট ২৫ সেকেন্ডের সময় বলতে শোনা যায়, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা আসনে নৌকা প্রার্থী  রাজিউদ্দিন আহমেদ রাজুকে ফেল করানো জন্যদ স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর পক্ষ হয়ে কাজ করছেন এবং নির্বাচনী খরচের জন্য, তাকে ৫০ লাখ টাকা দিবেন বলেও উল্লেখ করেন।

ভাইরাল হওয়া অডিও রেকর্ডে আরও শোনা যায় লাঠিয়াল সর্দার রাজিব, ইমরান নামে একটি ছেলের সাথে এলাকার সার্বিক বিষয়ে কথা বলে। ইমরান বীরগাঁও গ্রামের কান্দাপাড়া এলাকার বড়বাড়ীর ধলা মিয়ার ছেলে।  রাজিব বাহিনীর লোকেরা  দাঙ্গাফাসাদ ছেড়ে উভয়ের মধ্যো আপোষ মিমাংসার মাধ্য্মে ভাল হয়ে সুস্থ স্বাভাবিক জীবন-যাপন করতে দলছুট হচ্ছে ইমরান রাজিবকে তা জানায়। পাশাপাশি তাকেও সবকিছু ছেড়ে দেওয়ার আহবান জানায়। কিন্তু লাঠিয়াল সর্দার রাজিব এতো সহজে হার মানতে নারাজ। সে মরে গেলেও আপোষ হবে না।
 
এ বিষয়ে রাজিবের সাথে কথা বলার জন্য তার মোবাইল (০১৭২****৪৫২) এই নাম্বারে কয়েক দফায় বেশ কয়েকবার ফোন করলেও তিনি  রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। 

এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াজ আহমেদ সরকারের কাছে অডিও কল রেকর্ডে সর্ম্পকে জানতে চাইলে প্রতিবেদককে জানান,  আমি রাজনীতি করি আমাকে নিয়ে অনেকে, অনেক কথা বলতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য কাজ করা যাচ্ছি। আগামীতে কাজ করে যাবো। আমি সব সময় নৌকার জন্য কাজ করবো।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা